শরীরের কোষগুলি অনিয়ন্ত্রিত ভাবে এবং অস্বাভাবিক হারে বেড়ে গেলে ক্যান্সার হতে পারে। এই অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া কোষগুলি লিম্ফ বা লসিকা এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আশেপাশের সুস্থ কোষ গুলিতেও প্রভাব বিস্তার করে এবং এইভাবে ক্যান্সার ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
ব্লাডার ক্যান্সার বা মূত্রশয়ের ক্যান্সার হলো এমন একটি রোগ যাতে মূত্রশয়ের কোষগুলি উপরিউক্ত পদ্ধতিতে অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে এবং ক্রমশঃ তা টিউমারে পরিণত হয়। এই টিউমার থেকেই প্রাথমিক ভাবে ক্যান্সারের সূচনা হয়। ব্লাডার বা মূত্রাশয় হলো আমাদের শরীরের নিম্নাংশে শ্রোণী বা পেলভিক অঞ্চলে অবস্থিত একটি ফাঁপা অঙ্গ যা আমাদের রেচনকার্যে মুখ্য ভূমিকা পালন করে। এই ব্লাডার বা মূত্রশয়ে সাধারণতঃ মূত্র জমা হয় এবং এর পেশীগুলি আমাদের মূত্রত্যাগের পরিমাণ ও প্রয়োজন নিয়ন্ত্রণ করে।
ব্লাডার ক্যান্সারের কারণঃ
ব্লাডারের প্রদাহ
পরিবারে কারোর ব্লাডার ক্যান্সার থাকলে এর সম্ভাবনা বাড়ে
অত্যধিক ধূমপান
ক্ষতিকর রাসায়নিক বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পদার্থের সংস্পর্শে আসা। বিশেষতঃ কাজের জায়গায় নিয়মিত ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা
নির্দিষ্ট কিছু মধুমেহ অর্থাৎ ডায়াবেটিসের ওষুধ নিয়মিত গ্রহণ করার ফলেও ব্লাডার ক্যান্সার হতে পারে।
বয়স বাড়ার সাথে সাথে ব্লাডার ক্যান্সার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়।
ব্লাডার ক্যান্সারের উপসর্গ ও লক্ষণঃ
হিমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবের সাহে রক্তপাত হওয়া
বার বার প্রস্রাব হওয়া
মূত্র ত্যাগের সময় জ্বালা ভাব এবং যন্ত্রনা অনুভূত হওয়া
তলপেট ও কোমরের নীচের অংশে ব্যথা
ওজন কমে যাওয়া
পায়ের পাতা ফুলে ওঠা
ক্লান্তি এবং দুর্বলতা
এর মধ্যে কোনও একটি লক্ষণেরও মুখোমুখি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
ইউরোলজী বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মুন্সী আকিদ মোস্তফা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি)
কিডনী, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট রোগ, পুরুষ সেক্স বিশেষজ্ঞ ও সার্জন
এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক ও লেজার সার্জন
ইউরো-অনকোলজি বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হসপিটাল, মহাখালী, ঢাকা।
চেম্বার -১
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
১১ শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণি,
মগবাজার, ঢাকা-১২১৭রোগী দেখার সময়ঃ শনিবার, সোমবার ও বুধবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা )
সিরিয়ালের জন্য- ০১৯৭৮-০৯৮০৮৮
চেম্বারঃ-২
মনোয়ারা হসপিটাল (প্রাঃ) লিঃ
৫৪, সিদ্ধেশরী রোড, ঢাকা-১২১৭রোগী দেখার সময়ঃ রবিবার, মঙ্গলবার, ও বৃহস্পতিবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা)
সিরিয়ালের জন্য- ০১৭৮৯-৪৪৬২৪০, ০১৭৬৭-১৭৩১৯৫, ০১৩০১-৪৩৫৫৪৯