Services
Our service
Endourological procedures Likes
- PCNL
- Mini- PERC
- URS, RIRS
- Cystolitholapaxy
- TURP
- TURBT
- OIU
- OTIS Urethreotomy
- D-J stenting
Laparoscopic Urological procedures Likes
- Pyeloplasty
- Nephrectomy
- Ureterolithotomy
- Decortication of Renal cyst
Open Urological procedures Likes
- Radical / Partical / Simple Nephrectomy
- Pyelolithotomy
- Adrenalectomy
- Radical Nephroureterectomy & cuff of UB
- Total Penectomy
- Radical Orchiectomy
- Orchidopexy
- Prostate biopsy
Reconstrutive Urological Procedures
- Pyeloplasty
- Urethroplasty
- BMG Urethroplasty
- Anastomotic Urethroplasty
- Fistula repair VVF/UVF/Rectovesical fistula
- Urinary diversion
Andrology
- Male infertility
- Erectile dysfunction
- Premature ejaculation
- Peyronie's diseane
- Varicocele
যে সকল রোগের চিকিৎসা করা হয়
- প্রস্রাবের জ্বালা পোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া।
- প্রস্রাব আটকিয়ে রাখতে না পারা, হাঁচি বা কাশির ফলে প্রস্রাব বের হওয়া ।
- প্রস্রাবের সাথে রক্ত বা পুঁজ পড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া।
- ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়।
- ধীরে প্রস্রাব সমস্যা, প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়া।
- শিশু ও বয়স্কদের কিডনী, মূত্রনালী ও প্রস্রাবের থলির পাথর এবং টিউমার।
- প্রোস্টেট, পেনিস ও অন্ডকোষে ক্যান্সারসহ সকল সমস্যা।
- পুরুষের বন্ধাত্ব, যৌন সমস্যা, দ্রুত বীর্যপাত হওয়া এবং সহবাসের ইচ্ছা কমে যাওয়া।
- মহিলাদের প্রস্রাব ঝরা সমস্যা।
- শিশুদের ও মহিলাদের ইউরোলজিক্যাল রোগ সমূহ।
- ব্যাথামুক্ত মুসলমানি করা হয়।
- ল্যাপরোস্কপিক সার্জারী ও লেজার সার্জারী।
শিশু কিশোরের জন্মগত ইউরোলজিক্যাল রোগ
- কিডনী ফুলে যাওয়া ( Hydronephrosis)
- কিডনী নালী চিকন হয়ে যাওয়া (PUJO )
- মূত্রনালীর সমস্যা (Hypospadias, Epispadius)
- মূত্রনালীতে পর্দা (PUV)
- অন্ডকোষ নিচে না নামা (Undescended Testes)
ইউরোলজিক্যাল যে কোন সমস্যায় ভয় না পেয়ে দ্রুত চিকিৎসা নিন, সুস্থ জীবন ধারন করুন।
Services
Dr. Munshi Akid Mostofa
kidneys Surgeon
Urinary Bladder Surgeon
Prostate Surgeon
শারীরিক যে সমস্যায় ইউরোলজিস্ট -এর পরামর্শ নিবেন
প্রস্রাব:
প্রস্রাবের গতি কমে যাওয়া, ধারা চিকন হওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাব কিছু থেকে যাওয়া, ঘন ঘন প্রস্রব হওয়া, নিয়ন্ত্রণ করতে না পারা বা প্রস্রব ঝরা, হাঁচি কাশির সাথে প্রস্রাব বাহির হওয়া, প্রস্রাবে জ্বালা-পোড়া, প্রস্রাবের রাস্তায় বীর্ষ,পূজ, পাথর, রক্ত ইত্যাদি বের হওয়া, মাসিকের রাস্তায় প্রস্রাব হওয়া।
প্রোস্টেট গ্লান্ড:
৫০ বৎসরের উর্দ্ধে কোন পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, টিউমার, পাঁথর, যক্ষা ইত্যাদি ।
কিডনী:
কোমর ব্যথা, জ্বর, জন্মগত সমস্যা, পুঁজ জমে কিডনী ফুলে যাওয়া, কিডনী অকেজো, কিউনী জখম ও অন্যান্য সমস্যা।
কিডনী নালী:
কিউনী নালীতে পাথর, টিউমার, মোটা বা সরু হয়ে যাওয়া, জন্মগত সমস্যা, দূর্ঘটনা জনিত সমস্যা ইত্যাদি।
মূত্রথলী:
তলপেট ব্যথা, জ্বালা-পোড়া, মূত্রথনালী পাথর, যত্না, টিউমার, প্রদাহ, ছোট বড় হয়ে যাওয়া, জন্মগত সমস্যা ইত্যাদি।
মূত্রনালী:
জ্বালা-পোড়া, পুঁজ পড়া, মূত্রনালী চিকন হয়ে যাওয়া, নিচ দিয়ে প্রস্রাব হওয়া, পাথর, টিউমার, জন্মগত সমস্যা ও দূর্ঘটনা জনিত জখম ।
পুরুষাঙ্গ:
বেঁকে যাওয়া, টিউমার, ক্ষত, দুর্ঘটনা জনতি জখম, পুরুষাঙ্গের মুখ চিকন হয়ে যাওয়া, বীর্যের সাথে রক্ত, ক্ষত বা পুঁজ পড়া, জন্মগত যেকোন সমস্যা।
অণ্ডকোষ:
অণ্ডকোষে প্রদাহ, টিউমার, একশিরা, পানি জমা, শিরা ফুলে যাওয়া, ফোঁড়া, দুর্ঘটনা জনিত জখম ।
যৌন সমস্যা:
যৌন অক্ষমতা, যৌন শক্তি কমে যাওয়া এবং যৌন সম্পর্কিত যে কোন সমস্যা ।
প্রজনন ক্ষমতা:
বাচ্চা না হওয়া ও কৃত্রিম উপায়ে বাচ্চা নেয়া ।