কিডনিতে পাথরের উপসর্গ

কিডনিতে পাথর জমার অন্যতম লক্ষণ হল তলপেটে ব্যথা। ব্যথা কিছুতেই না কমলে বা প্রস্রাবের পরবর্তী সময়ে জ্বালা অনুভব হলে কিংবা প্রস্রাবের সময়ে কোনও রকম কষ্ট অনুভব হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

উপসর্গ:

১) শরীরের নিচের অংশে বা পাশের দিকে ব্যথা
২) বমি-বমি ভাব ও বমি হওয়া
প্রস্রাবে রক্তের উপস্থিতি ও ব্যথা হওয়া
৩) প্রস্রাব নির্গমনে সমস্যা
৪) জ্বর ও সর্দি-কাশি
৫) ঘোলা বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব
৬) ক্রমাগত প্রস্রাব অনুভব করা

নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করা কিডনি পাথর প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। প্রস্রাব আটকে বা চেপে রাখবেন না। প্রস্রাবের কোন সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুণ।

ডা. মুন্সী আকিদ মোস্তফা

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি)
কিডনী, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট রোগ, পুরুষ সেক্স বিশেষজ্ঞ ও সার্জন
এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক ও লেজার সার্জন
ইউরো-অনকোলজি বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হসপিটাল, মহাখালী, ঢাকা।

Click to Chat
  • Call us:01933-334695
  • Scroll to Top