প্রস্রাবে রক্ত বের হয় মাঝে মাঝেই? প্রস্রাব বা ইউরিনের সঙ্গে রক্ত অনেকেরই বের হয়। কিন্তু এই সমস্যা যদি ক্রনিক হয়ে যায় তখন বিপদ বাড়তে পারে। প্রস্রাবের রঙের আচমকা বদল, মূত্রের সঙ্গে রক্ত বের হওয়াকে ডাক্তারি ভাষায় বলে হিমাচুরিয়া (Hematuria)।
হিমাচুরিয়া (Hematuria) কী? কেন হয়?
হিমাচুরিয়ায় ইউরিনের রং কখনও হালকা লাল কখনও বা গাঢ় লাল হতে পারে। প্রস্রাবে রক্ত বের হেওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। নানাবিধ শারীরিক সমস্যা, মূত্রনালীর সংক্রমণের কারণে হতে পারে।
১) ফুড পয়সনিং হলে, খুব বেশিমাত্রায় প্যাকেটজাত খাবার খেলে এমন অবস্থা তৈরি হতে পারে।
২) মূত্রনালীর সংক্রমণ হলে প্রস্রাবে রক্ত আসতে পারে। এই অবস্থার বাড়াবাড়ি হলে হিমাচুরিয়া হতে পারে।
৩) কিডনিতে সংক্রমণ হলে এর উপসর্গ হয় মূত্রাশয়ের সংক্রমণের মতোই। এর সঙ্গে জ্বর এবং কোমরের পেছনে ব্যথার উপসর্গ থাকতে পারে।
৪) পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা, প্রস্টেটে সংক্রমণ বা প্রস্টেটের আকার বড় হয়ে গেলে এমন অবস্থা হতে পারে (Hematuria)।
৫) কিডনি, মূত্রাশয় বা প্রটেস্টের ক্যানসারের কারণে প্রস্রাবে রক্ত বের হতে পারে।
৬) মূত্রথলিতে ম্যালিগন্যান্ট টিউমার হলে প্রস্রাবের রক্ত বেরতে পারে।
হিমাচুরিয়ার লক্ষণঃ
১) প্রস্রাবের সঙ্গে রক্ত (Hematuria) বের হবে
২) পেটে যন্ত্রণা হবে
৩) মূত্রনালীতে সংক্রমণ বা ইউটিআই হতে পারে
৪) মহিলাদের ই কোলাইজনিত সমস্যা থাকলে প্রস্রাবে রক্ত বের হতে পারে
স্রাবের সঙ্গে রক্ত গেলেই অভিজ্ঞ ইউরোলজিস্টের কাছে প্রথমেই যাওয়া উচিত।
ডা. মুন্সী আকিদ মোস্তফা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি)
কিডনী, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট রোগ, পুরুষ সেক্স বিশেষজ্ঞ ও সার্জন
এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক ও লেজার সার্জন
ইউরো-অনকোলজি বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হসপিটাল, মহাখালী, ঢাকা।
চেম্বার -১
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
১১ শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণি,
মগবাজার, ঢাকা-১২১৭
রোগী দেখার সময়ঃ শনিবার, সোমবার ও বুধবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা )
সিরিয়ালের জন্য- ০১৯৭৮-০৯৮০৮৮
চেম্বারঃ-২
মনোয়ারা হসপিটাল (প্রাঃ) লিঃ
৫৪, সিদ্ধেশরী রোড, ঢাকা-১২১৭
রোগী দেখার সময়ঃ রবিবার, মঙ্গলবার, ও বৃহস্পতিবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা)
সিরিয়ালের জন্য- ০১৭৮৯-৪৪৬২৪০, ০১৭৬৭-১৭৩১৯৫, ০১৩০১-৪৩৫৫৪৯